lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-05T08:03:44Z
সড়ক দুর্ঘটনা

মহেশখালীতে টমটম ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

Advertisement


 


নুরুল করিম, মহেশখালী:

কক্সবাজার জেলার মহেশখালী শাপলাপুর সড়কে সিএনজি ও টমটম গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আবদু রশিদ (৫০) নামের এক মুদির দোকান দারের মৃত্যু হয়েছে। রাজিব নামের ৭ বছরের এক কিশোর আহত হয়েছে। 


শুক্রবার, ৪ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় উপজেলার শাপলাপুর ষাইটমারা প্রাইমারী স্কুলের উত্তর পাশে এ ঘটনা ঘটে।


জানা যায়, শাপলাপুর ৭নং ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তাহের এর স্ত্রী তার ছেলে রাজিব'কে নিয়ে বদরখালী বাজারে আসছিল কেনাকাটা করতে। মা-ছেলে শাপলাপুর বাজারে এসে বদরখালী গামী একটি সিএনজিতে উঠে। তাদের বহনকৃত সিএনজি গাড়ীটি ষাইটমারা প্রাইমারী স্কুলের উত্তর পাশে পৌঁছার মাত্রই বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই একটি টমটম গাড়ী দ্রুত গতিতে এসে সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে টমটম গাড়ীর সামনে থাকা শাপলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা পশ্চিম পাড়া স্টেশনের মুদির দোকানদার জুলুর পুত্র আবদু রশিদ সওদাগর টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে উভয় গাড়ীর চাক্কায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে মারা যান। অপর আহত সিএনজি যাত্রী কিশোর রাজিব এর ডান পা ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।


মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।