lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-11T13:19:28Z
আইন অপরাধ

শ্রীমঙ্গলে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রাম থেকে কৌশলে অপহরণ করা শিশু (স্কুল শিক্ষার্থী) উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে অপহরণকারী নাছিম খাঁনকে গ্রেপ্তার ও অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, গত ৮ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের বাড়ি হতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কুলে নিয়া যাবার কথা বলে একই এলাকার নাছিম খাঁন কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়া যায়। এ ব্যাপারে ১০ অক্টোবর শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার ও অপহৃত শিশুটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। ওইদিন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের তদারকীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে অপহরণকারী নাছিম খাঁনকে গ্রেপ্তার ও অপহৃত শিশুটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী নাছিম খাঁনকে গ্রেপ্তার ও অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) অপহরণকারী নাছিম খাঁনকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।’