lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-12T13:57:08Z
মেডিকেল ক্যাম্প

লালপুরে ডাঃ আওয়ালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

লালপুরে নিজ এলাকায় ডাঃ আব্দুল আওয়াল এর উদ্যোগে একশতাধিক রোগীকে  ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান।


শনিবার (১২ অক্টোবর ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত  উপজেলার ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে হাইপারটেনশন, ডায়াবেটিস বাত ব্যথা,  নিউরোলজি, ইউরোলজি, চর্ম যৌন, গ্যাস্ট্রিক আলসার, এজমা শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার চেকআপসহ মেডিসিন বিষয়ে প্রায় একশত  অসহায় দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।


ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার মেডিকেল অফিসার   হিসাবে কর্মরত  ডাঃ আব্দুল আওয়াল। সহকারি হিসাবে ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজে অধ্যয়নরত  ফজলে আহমেদ কবির, আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ, নাটোরে অধ্যায়নরত মোঃ আসিফ আলী।


ডাক্তার আব্দুল আওয়াল বলেন, লালপুরের মানুষের সেবাই হবে আমার প্রথম প্রায়োরিটি। আল্লাহর অশেষ রহমতে আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং এখন এফসিপিএস মেডিসিন ফাইনাল পার্টের ট্রেনিংয়ে আছি আমার নিজ মেডিকেল কলেজ হাসপাতালেই। ছোটবেলা থেকেই আমার বাবা-মা ও আমার ফ্যামিলির সবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই এবং মানুষের সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন । আমারও ভীষণ ইচ্ছা ছিল যে ডাক্তারি পাস করে আমার এলাকা লালপুরের মানুষের সেবাই হবে আমার প্রথম প্রায়োরিটি।

তাই নিজের স্বল্প জ্ঞানে ইনশাআল্লাহ চেষ্টা করবো  আপনাদের পাশে থেকে এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। 

 

মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি এস আর আই এর ( সাবেক) মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, অত্র  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন এবং সহকারী শিক্ষকবৃন্দ।।এছাড়াও ডাক্তার আব্দুল আওয়ালের বাবা  আবু তালেব ও চাচা আবু তোরাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


উল্লেখ্য :তিনি নিয়মিত রোগী দেখছেন, প্রতি বৃহস্পতিবার ( সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত)  ডক্টরস্ পয়েন্ট ও ডায়াবেটিস সেন্টার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে, হাসপাতাল গেট সংলগ্ন, লালপুর নাটোর।

এছাড়াও প্রতি বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)গোপালপুর মা জেনারেল হাসপাতাল, গোপালপুর বাজার বটতলা সংলগ্ন গোপালপুর, লালপুর, নাটোর।