lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-23T10:17:11Z
আইন ও আদালত

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে আরো এক মামলা দায়ের

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে প্রধান আসামি আদালতে আরো একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির আহŸায়ক জয়নাল চৌধুরী। এটি নিয়ে আব্দুস শহীদকে প্রধান আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর একই আদালতে (মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালত) মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে আরো দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলা দুটির বাদি হলেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল জব্বার এবং কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহদাত হোসেন।

বিএনপি নেতা জয়নাল চৌধুরী কর্তৃক দায়েরকৃত মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন বুলবুল (৫৮), শ্রীমঙ্গল উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ভানু লাল রায় (৫৭), শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন (৫২), সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ (৪৮), উপজেলা কৃষক লীগের সদস্যসচিব মো. হেলাল আহমদ (৪৫), আওয়ামী লীগ নেতা সুধাংশু দেব (৫২), শ্রীমঙ্গল ভূমি অফিসের সাবেক কানুনগো শ্রীপদ দেব (৪৮), মো. তারেক মিয়া (৫৬), মো. রফিকুল হক (৫৫), অবিনাশ আচার্য (৫২), শফিকুল ইসলাম জাবেদ (৪৫), আবেদ হোসেন (৩৭), জয় ধর (৩৬), রাশেদ মিয়া ঠিকাদার (৩৪), দিলবরনগর এলাকার সাবেক কৃষিমন্ত্রীর বাগানের কেয়ারটেকার খুরশেদ আলম (৬২), নাঈমুর রহমান নাঈম (৩৩), সুব্রত দেব (৪৬), শ্যামল বণিক (৩৩), দিলু বণিক (৫৫), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের মেম্বার মো. লিমন মিয়া (৪৫), পরিবহন শ্রমিক ইউনিয়নের বহিস্কৃত সাধারণ সম্পাদক মো. শাহাজান মিয়া (৫২), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফরিদ মিয়া (৪৫), ছুরুক মিয়া (৩৫) ও নজরুল মিয়া (৩৫)।

বাদি জয়নাল চৌধুরী মামলার এজহারে উল্লেখ করেন, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। তারা সাবেক অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের স্থানীয় প্রভাবশালী ও ভাড়াটে সন্ত্রাসী থাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রীমঙ্গল উপজেলার সাধারণ মানুষের ক্ষতি করতেন। তারই ধারাবাহিকতায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, তার ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন বুলবুল এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) নির্বাচনী সভায় ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষতি করেন। শুধু তাই নয় শ্রীমঙ্গল এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বাদির (জয়নাল চৌধুরী) ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে ভাংচুর করেন আসামিরা।

মামলাটি আমলে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মিছবাহুর রহমান।

উল্লেখ্য, সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত পৃথক দুুটি মামলায় অন্যান্য যাদের যাদের আসামি করা হয়েছে তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ আলী, সহসভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, শ্রীমঙ্গল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম সোহাগ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হেলাল মিয়া, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, যুবলীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েছ আহমেদ, শ্রমিকলীগ নেতা মো. শাহজাহান মিয়া, জেলা যুবলীগের সাবেক নেতা শেখ নোমান, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সাইফ সিদ্দিক শাবলু, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আজমান মিয়া, সহসভাপতি আইবুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান সুজাদ, সাধারণ সম্পাদক আকাশ দেব জুয়েল, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান নাঈম, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, কৃষকলীগ নেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া।