lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-22T11:42:00Z
রাজনীতি

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, জুলাই গণহত্যা, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপকর্মের দায়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২১ অক্টোবর) রাতে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারের সমন্বয়ক মারুফ আল হামিদ, আব্দুল্লাহ আল হোসাইন, রুহুল আমিন, সাইফ উদ্দিন প্রমুখদের নেতৃত্বে বিশাল মশাল মিছিলে অংশ নেন মৌলভীবাজার সরকারি কলেজসহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্মের দায়ে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ¯েøাগান দেন।

মশাল মিছিলের পর কুসুমবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গত ১৬ বছর দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। এছাড়া জুলাই-আগস্টে ছাত্রলীগ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকান্ড সংগঠিত করেছে। এ কারনে নতুন বাংলাদেশের সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার কোন অধিকার নেই। অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন বলেন, ‘রবিবার রাতে ফেসিস্ট হাসিনা সরকারের দূসর ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। 

অপর সমন্বয়ক রুহুল আমিন বলেন, ‘স্বৈরাচার হাসিনার দূসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়তই গুজব ছড়িয়ে যাচ্ছে। তাদের এই গুজব সাধারণ মানুষ বুঝে এবং তাদের বিরুদ্ধে পুরো দেশবাসী ঐক্যবদ্ধ আছেন। স্বৈরাচার হাসিনার দূসরদের আর কোন অবস্থাতেই দেশের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে। সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনার দূসর ছাত্রলীগকে প্রতিহত করবে। তাদের সকল অপতৎপরতা রুখে দিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে।’