Advertisement
মিঠুন পাল, পটুয়াখাল জেলা প্রতিনিধি:
গলাচিপায় এলজিডির কাজ নিয়ে পত্রিকায় প্রতিবেদন হওয়ায় পটুয়াখালীর এলজিডির সহকারী প্রকৌশলী মো: মীর আলী শাকিবকে আহবায়ক ও গলাচিপা উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ৫সদস্যের তদন্ত কমিটি গঠন করুা হয়েছ ।
নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে ,গলাচিপা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় আইপিসিপি প্রকল্পের পটুয়াখালী জেলায় গলাচিপা উপজেলার চরকাজলের একটি মসজিদে এলজিডি ১১লক্ষ ১৬হাজার ২৬৮টাকা বরাদ্ধ দেয়। চরকাজল ইউনিয়নের হাজী আ: হালিম মৃধা বাড়ী জামে মসজিদ এর নামে বরাদ্ধ নিয়ে উক্ত বরাদ্ধ ব্যক্তিগত পুকুর খনন, পাকা ঘাটলা ও কবর স্থান নিমার্ন করায় ছোট চরকারজল পুরাতন জামে মসজিদের সভাপতি ড: আলাউদ্দিন খান বিভিন্ন দপ্তরে অভিযোগ করে । এ অভিযোগে ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে গিয়ে প্রতিবেদন করে। এতে কয়েকটি জাতীয় পত্রিকায় ছাপা হয়। এতে পটুয়াখালীর এলজিডির নিবার্হী প্রকৌশলী মো: হোসেন আলী মীর পত্রিকা ও অভিযোগের ভিওিতে কাজের মান ও সঠিক ভাবে হয়েছে কিনা তা তদন্ত পূর্বক ৭কর্মদিবসে প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করে।
এ ব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক মো: মীর আলী শাকিব জানান, মসজিদের বরাদ্ধ কাজের সঠিকতা নিয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।