lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-31T16:35:54Z
আইন ও আদালত

মাদারগঞ্জে নাশকতার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Advertisement


 


মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা মামলায় অজ্ঞাত আসামী উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বিদ্যুৎ ( ৩৫) কে গ্রেপ্তার করে মডেল থানা - পুলিশ। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) রাত ৮টার দিকে মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তেঘরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ইমরান। তিনি বলেন,নিজ বাড়ি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।  আগামীকাল সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হবে। উল্লেখ্য,২০২২ সালের ২২ আগষ্ট শহরের গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হোন। এর ২ বছর পর গত ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮০/৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানার একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই এখন কারাগারে আছেন।