lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-29T11:53:00Z
আইন ও অপরাধআইন ও আদালত

মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

Advertisement


 

আকন্দ সোহাগ:

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা  পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মহিষবাথান এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলিফ রাজ ( ২০) ও মঙ্গলবার সকালে বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া থেকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ( ৩৮) কে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের প্রেরণ করা হয়। থানা সুত্রে জানা গেছে,২ বছর আগে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় গত ২৩ অক্টোবর উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান সাকু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩০ নম্বর আসামী ছিলেন গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন। অন্যদিকে ছাত্রলীগ নেতা আলিফ রাজকে অজ্ঞাত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন জানান,নাশকতার মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তারের পর আজ তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।