lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-12T13:59:57Z
পূজা মন্ডপ পরিদর্শন

মান্দায় দূর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা মতিনের মন্দির পরিদর্শন

Advertisement

 


আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর মান্দায় সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজা এ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান, বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র অন্যতম সদস্য এম.এ মতিন । 

শনিবার  (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর্গা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,যুবদলের যুগ্ম আহবায়ক  এ্যাডঃ  মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  সিদ্দিক হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান হোসেন প্রমুখ । আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।