lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-11T13:27:50Z
মরদেহ উদ্ধার

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Advertisement

 



বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে  ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।


নিহত ব্যক্তি হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।


নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে আজ বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো জানান, তাদের ভাইকে দুষ্কৃতকারিরা  ঘেরের মধ্যে পানিতে ডুবিয়ে হত্যা করে। এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান তিনি। 


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর কার্য্যক্রম চলে এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।