lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-06T12:57:25Z
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

গলাচিপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

Advertisement


 

মিঠুন পাল, পটুয়াখালী জেলা  প্রতিনিধি:

'জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য “জন্ম - মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন”।


রোববার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে "নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন। নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গরব" এসব স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। 


র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম সাইউম প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন, গলাচিপা পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।