lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-04T10:54:38Z
আইন ও অপরাধ

আসামির দায়ের কোপে পুলিশ সদস্য আহত

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে আলীর বন্দর এলাকায় রাতের আঁধারে জোরপূর্বক জমিতে ঘর উঠানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশকে সংবাদ দেয় জমির মালিক শফিকুল ইসলাম ইমন। তার জমিতে একপক্ষ রাতের আঁধারে ঘর তুলেছে। এসময় ঘটনাস্থানে পুলিশ গেলে আসামি হাসানের স্ত্রী রুমকি পুলিশের উপর হামলা করে এতে তালতলী থানার পুলিশ সদস্য এএসআই আহত হয়। শুক্রবার ৪ সেপ্টেম্বর মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন তালতলী থানার এএস আই মো.তরিকুল ইসলাম। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।


বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল খান বলেন, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর নামক এলাকায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির জমিতে রাতের আঁধারে ঘর তুলছেন এমন সংবাদ পেয়ে তালতলী থানার এসআই কামালের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে যায়। এসময় হাসানের স্ত্রী রুমকি দা দিয়ে তালতলী থানার এক পুলিশ সদস্যর উপর হামলা করে। এ হামলায় তালতলী থানার এএসআই তরিকুল ইসলাম আহত হয়েছেন। পরে তালতলী থানার পুলিশ গিয়ে ঘটনাস্থাল থেকে হাসান ও স্ত্রী রুমকি কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। 


এদিকে হামলা শিকার তালতলী থানার এএসআই  তরিকুল ইসলাম বলেন, এসআই কামাল স্যারের নেতৃত্বে আলীর বন্দর নামক স্থানে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর তুলছে এক পক্ষ এমন সংবাদ পেয়ে স্যারের নেতৃত্বে একটি টিম সেখানে গেলে হাসানের  স্ত্রী রুমকি পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে গালাগালি করে এ সময় আমি ভিডিও করি হাসানের স্ত্রীর রুমকি আমার হাতে দা দিয়ে কোপ দেয় এসে আমার হাতে লাগে পরে আমার  মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরে সকালে তালতলী থানার পুলিশ আমার ফোনটি উদ্ধার করে।