lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-25T07:38:13Z
অন্য খবর

জনগণকে সেবা দিতে পথচেয়ে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান হাফিজ

Advertisement


বেড়া( সাঁথিয়া) প্রতিনিধিঃ জনগণকে সেবা দিতে পথচেয়ে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান। ৫ আগস্টের পর দেশের অনেক উপজেলা,ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বার জনপ্রতিনিধি সেবা দিতে ফিরে আসেনি পরিষদ কার্যালয়ে। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে দায়িত্ব নিয়েছেন উপজেলা প্রশাসন। পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়ন পরিষদে জনগণকে সেবা দেওয়া চলমান রেখেছেন চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। প্রতিদিনের ন্যায় তিনি ইউনিয়ন পরিষদে সকাল ৯ টার মধ্যে উপস্থিত হয়ে জনগনের কাঙ্ক্ষিত সেবা দিতে কাজ করে যাচ্ছে। নাগডেমড়ার জনগন চেয়ারম্যানের সেবা পেয়ে খুশি। সেবা প্রত্যাশী জনগণ যেখানে ইউনিয়ন পরিষদে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতেন বা একটি স্বাক্ষরের জন্য দিনের পর দিন চেয়ারম্যানকে খুঁজে বেড়াতেন। কখনও কখনও বাড়িতে বা হাটে-বাজারে চেয়ারম্যানকে খুঁজতেন একটি স্বাক্ষরের জন্য। যে কারণে চেয়ারম্যানদের প্রতি অতিষ্ট ছিলেন সাধারণ মানুষ। সেখানে এর উল্টো চিত্র দেখা গেছে পাবনার সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়ন পরিষদে। যেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যানই অপেক্ষায় থাকেন জনগণের। নিজ ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান হাফিজুর রহমান । নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহিতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এসব সেবা প্রদানে চেয়ারম্যান বা তার লোকজনকে কোনো টাকা দিতে হয়না। উল্টো যেই আসছেন, তাকেই নিজের টাকায় এককাপ চা খাইয়ে সন্তুষ্টি অর্জন করেছেন তিনি। ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়ার দুইমাসের মধ্যেই ইউনিয়নবাসী চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের প্রতি এমনই সন্তোষ্টি প্রকাশ করেছেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা এক ব্যাক্তি জানান চেয়ারম্যান হাফিজ খুব ভালো মনের মানুষ। তার কাছে যেকোন সময় আসলে তিনি প্রথমে হাসি মুখে সালাম দেন এবং তিনি যে সুন্দর করে কোন কাজে এলে বুঝিয়ে দেন এতে আমি মুগ্ধ। আশা করবো চেয়ারম্যান হাফিজ তার এই ধরনের সুন্দর ব্যবহার জনগনের সাথে চলমান রাখবে। এদিকে পরিষদে সেবা নিতে আসা আরেক যুবক জানান, এই চেয়ারম্যান হাফিজ একজন অত্যান্ত ভালো মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো চেয়ারম্যান একজন হাফেজ মানুষ এবং তার মনও অনেক ভালো। আমি তার সেবা পেয়ে অনেক খুশি, তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি। জনবান্ধব একজন চেয়ারম্যান হাফিজুর রহমান এমন মন্তব্য করে ইউনিয়নের বাসিন্দারা বলেন,বিগত সময়ে যারা চেয়ারম্যান ছিলেন, তাদেরকে পরিষদে ঠিকমত পাওয়া যেত না। একটি স্বাক্ষরের জন্য অনেকদিন পর্যন্ত ঘুরতে হয়েছে। এখন চেয়ারম্যানকে খুঁজতে হয়না, তিনিই দিনরাত বসে থাকেন নাগরিক সেবা দেয়ার জন্য। স্থানীয় বাসিন্দা সহ অনেকেই জানান- প্রতিদিনই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে বসে থাকেন। সারাদিন অন্ততপক্ষে তাকে কয়েকশত স্বাক্ষর করতে হয়। কারো প্রতি বিরক্ত প্রকাশ করেন না। বরং সেবা গ্রহিতাদের চা আপ্যায়ন করে তারপর বিদায় দেন। এতে তারা বর্তমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে বিগত চেয়ারম্যানদের বিরুদ্ধে শালিস বাণিজ্য নানান অভিযোগ থাকলেও বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। বরঞ্চ কাজের সচ্ছতা ও ডিজিটাল সেবায় নাগরিক হয়রানি রোধে তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছেন। হাফিজুর রহমান বলেন,একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনেরপর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। তিনি আরো  জানান,আমি সবসময় চেষ্টা করি জনগনের কাঙ্ক্ষিত সেবাটুকুন দিতে। কারন আমি তাদের ভোটেই চেয়ারম্যান হয়েছি। আমি যতদিন চেয়ারম্যান আছি জনগণের সেবক হিসাবেই কাজ করে যেতে চাই। আমি নাগডেমড়া ইউনিয়ন বাসীর কাছে দোয়া চাই।