lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-07T03:03:33Z
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

মহেশখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Advertisement


 


নুরুল করিম, (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।


৬ ই অক্টোবর, রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।


উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার তদন্ত অফিসার ইনচার্জ তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল করিম, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুরর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শামশুল আলম, পৌর সচিব নুর আহমদ চৌধুরী, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ এছাড়াও উপজেলা পরিষদের দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।