lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-07T09:49:08Z
আইন ও অপরাধ

সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ: তিন মাসের দণ্ড

Advertisement


 

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন মা-বাবা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে ওই ছেলেকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ছেলেটির নাম সবুজ তালুকদার (২৩)। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের চাদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।



ভ্রাম্যমান আদালত সুত্র জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করেন তিনি। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমান আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে সবুজকে আটক নিয়ে আসেন।



ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।