lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-29T10:24:32Z
আইন অপরাধ

খাগড়াছড়ির রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় থানার এসআই আহত

Advertisement




মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় আজিমুল হক নামে এক পুলিশ অফিসার গুরুতর আহত।    সোমবার ২৮ অক্টোবর রাত ৯টার দিকে রামগড় ১নং ইউনিয়নের  খাগড়াবিল এলাকার  নোয়াপাড়া স্থানে এঘটনা ঘটে। আহত পুলিশ অফিসার আজিমুল হক এসআই পদে রামগড় থানায় কর্মরত রয়েছেন।  বর্তমানে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি  সৈয়দ বাবর উদ্দিন ভূইয়া, পিতা,- বাহার উদ্দিন ভুইয়া,সে পুরাতন একটি মামলার  আসামি,আদালতের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাড়িতে আছে এমন তথ্য পেয়ে এসআই আজিমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম খাগড়াবিল নোয়াপাড়া আসামির বাড়িতে অবস্থান করলে আসামি পুলিশ দেখে তার হাতে থাকা ধারালো দেশীয় অস্র দিয়ে আঘাত করে, এতে এসআই আজিমুল  হক গুরুতর আহত হয়, অন্যদিকে সাথে থাকা পুলিশ টিম আসামিকে আটক করে থানায় নিয়ে আসে এবং ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।