lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-12T17:10:42Z
শিল্প ও সাংস্কৃতি

ছাতকের চৌমুহনীতে করুনা মিউজিক চ্যানেলের আনুষ্ঠানিক উদ্ভোধন

Advertisement


 

সোহেল মিয়া,ছাতক-দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে করুনা এন্টারপ্রাইজের মালিকানাধীন করুনা মিউজিক চ্যানেলের শুভ উদ্ভোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার  সন্ধায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে করুনা মিউজিক চ্যানেলের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলের উদ্ভোধনের পাশাপাশি চ্যানেলের পরিচালক গীতিকার আব্দুল হামিদ বাঙালির লেখা নতুন গান (করব রসের প্রীরিতি)  ভিডিও রিলিজ হয়। 

এসময় উপস্থিত ছিলেন ছাতকের কবি ও সাহিত্যক  এস এম শরীয়ত উল্লাহ,চৌমুহনী বাজার বিশিষ্ট ব্যবসায়ী মো: আরব আলী,সাবেক কৃষি সম্প্রসারক কর্মকর্তা মো: আব্দুল হামিদ, ছাতক বাজারের ব্যবসায়ী মস্তফা কামাল,গীতিকার সজল কান্তি দর, আজমত আলী উচ্চবিদ্যালয়ের  শিক্ষক মো: আনোয়ার হোসেন,ডা: মোঃ জসিম উদ্দিন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহ মাশুক নাইম,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মামুন মুন্সি,  সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক জাগ্রত সিলেট এর প্রতিনিধি সুমন আহমদ প্রমুখ।


উল্লেখ, গীতিকার আব্দুল হামিদ বাঙালি একজন প্রতিভাবান লেখক,  সফল  উদ্যোক্তা ও ব্যবসায়ী।তিনি তার ক্ষুদ্র এই জীবনে নানা মুখি ব্যবসার মাধ্যমে শূন্য থেকে আজ লাখপতি হয়েছেন। এলাকার সবাই এখন তাকে অনুসরণ করে থাকে। তার নানা মুখি ব্যবসার পাশাপাশি নিজের লেখা গানের ভিডিও পাচারের জন্য করুনা মিউজিক চ্যানেল চালু করার উদ্যোগ নেয়।