Advertisement
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ও জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুর পরামর্শক্রমে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বালিজুড়ি টু উপজেলা সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপি চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলআমিন আকন্দের সভাপতিত্বে ও যুবদল নেতা অনিক ইসলামের সঞ্চালনায় এসময় মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার,সাবেক সহ সাংগঠনিক রবিউল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল,এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুজন আহমেদ,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ জান্নাতুল ইসলাম জনি,কড়ইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক,জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ইসলাম,সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হযরত আলী, যুবনেতা শফিকুল ইসলাম, পলাশ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।