lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-08T13:40:52Z
ক্রীড়া ও সাংস্কৃতি

সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা :

বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোনয়ন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জ।

পরে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার মোট ৫৪ টা শিক্ষা প্রতিষ্ঠান এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।