Advertisement
মৌলভীবাজার প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার পলাতক আসামি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমানকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানি। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল জেলার শ্রীমঙ্গল শহরের রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আতাউর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের মৃত আব্দুল মছব্বির মিয়ার ছেলে এবং মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই।
র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুলাহ আল নোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানকে শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের তারাপাশা বাজারের গুদামে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বন্তা চিনি জব্দ করে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায়ও তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।