lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-07T10:57:58Z
রাজনীতি

মহেশখালীতে কুতুবজোম ৩নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 

নুরুল করিম, মহেশখালী

মহেশখালী উপজেলার ৮নং কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ৩নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



রবিবার, ৬ ই অক্টোবর বিকাল সাড়ে ৫টায় দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবজোম ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুতুবজোম ইউনিয়ন যুবদলের নব গঠিত কমিটির আহবায়ক রাহমত উল্লাহ সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন.. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুতুবজোম ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক শফি মেম্বার।



প্রধান অতিথি শফি মেম্বার বলেন, স্বৈরাচার হাসিনা গণ-অভ্যুত্থানে এদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তা দোসররা এখনও বাংলার মাটিতে আছে। তাদের ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে। কোনভাবেই তাদের অনুপ্রবেশ করানো যাবে না। কুতুবজোম ইউনিয়ন শাখার সকল যুবদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন.. কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলমগীর চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন.. কুতুবজোম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ঈসমাইল হোসেন, সাবেক ছাত্র নেতা সোহেল আরমান'সহ কুতুবজোম ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল'সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মি।