lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-03T08:05:26Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসার সময় ৪ জন আটক !

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময়  ৪ জনকে আটক করেছে বিজিবি । ২ অক্টোবর বুধবার  ভোরে সীমান্তে ৩৩৩- এর ৩ এস পিলার এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পীরগঞ্জ থানায় আটক দেখানো হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৬), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪১), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৪) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৪)। চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। এদের মধ্যে ওবায়দুর রহমান ও আবায়দুর রহমান মানব পাচারকারী এবং আপর ২ জন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।