lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-08T13:29:39Z
আইন ও অপরাধ

শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস থেকে বুকিং অবস্থায় ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে বুকিং অবস্থায় ১২ পিস ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছে থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাতে শহরের মৌলভীবাজার রোডস্থ এ. জে. আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার থেকে এসব মাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এর সাথে একটি চালান পাওয়া যায়। 

এ. জে. আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জহির মিয়া বলেন, ‘সোমবার (৭ অক্টোবর) বিকেলে এক ব্যক্তি আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৪টি কার্টুনে করে কিছু মালামাল নরসিংদীর জনি দাশ নামে একজনের কাছে পাঠানোর জন্য বুকিং করেন। পরে রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ এসে কার্টুনগুলো জব্দ করে নিয়ে যায়। মালামালের চালান কপিতে প্রদত্ত প্রাপক জনি দাশের মুঠোফোনে কল করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।’ 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এ. জে. আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান করে ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছি। এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শ্রীমঙ্গল থেকে অন্যত্র যাচ্ছিল। আমরা ঘটনাটির তদন্ত করছি এবং ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ কারা বুকিং করেছে বা এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলমান করছি।’