Advertisement
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিজুড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ি বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এর চলে সংক্ষিপ্ত আলোচনা সভা।
উপজেলা জামায়াতে এর ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সাবেক আমীর অধ্যাপক শাহীন আকতার খান পিটার,শ্রম বিষয়ক সম্পাদক শেখ সাদিউর রহমান,পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।