lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-22T11:44:34Z
ব্রেকিং নিউজ

দায়িত্বে অবহেলার কারনে জুনিয়র ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত,শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত আরেক লাইনম্যানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের ক্রসআর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) দুইজন লাইনম্যানের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন মৌপবিস’র জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান। 

জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় বিদ্যুতের ক্রসআর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (মৌপবিস) সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইনম্যান গ্রেড-২ রেজুয়ানুল হক। ঘটনার পর গুরুতর আহত লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমানকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১১ নম্বর গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং নিহত মোস্তাফিজুর রহমান নেত্রকোনা জেলার সদর উপজেলার বাগড়া গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে। 

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চ. দা.) এ. বি. এম মিজানুর রহমান বলেন, ‘১২ অক্টোবর দুর্ঘটনায় ঘটনাস্থলে আমাদের সমিতির সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান গ্রেড-২ রেজুয়ানুল হক মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় গুরুতর আহত লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সমিতির তত্ত¡াবধানে ঘটনার দিনই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার কারনে সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’