Advertisement
বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণঅধিকার পরিষদের এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। জেলা গণ অধিকার পরিষদের প্যাডে ৪৮ সদস্য বিশিষ্ট ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির আহবায়ক ফারুক ফকির এবং সদস্য সচিব হিসেবে সজিব আল হাসান কে নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটি যুগ্ম আহবায়ক ১৪ জন, যুগ্ম সদস্য সচিব ১৪ জন, দপ্তর সমন্বয়ক দুজন, অর্থ সমন্বয়ক দুজন এবং কার্যকরি সদস্য ১২ জন কে নির্বাচিত করা হয়। নতুন এই কমিটিকে জেলা কমিটি ও উপজেলার অন্যান্য কমিটির সমন্বয়ে একসাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক নুরু মিয়া । ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনার রশিদ হারুন সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাকিল, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সালথা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নাঈম মাহমুদ, সাধারণ সম্পাদক শাকিল মির্জা, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডার প্রমূখ।