Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আমতলী চাওড়া ইউনিয়নের ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বিকাল তিন টায় ইউনিয়ন কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়।
কবি অধ্যাপক মো. দলিল উদ্দিন আরশেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা এস এম আফজালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান মামুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাওড়া ইউনিয়ন সেক্রেটারি মো.মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালতলী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা আমীর-অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা সেক্রেটারি মো. আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী পৌর শাখার আমীর মোহাম্মদ মোফাজ্জেল হোসেন,আমতলী উপজেলা বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, পেশাজীবির সেক্রেটারি মো: জি এম কামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাওড়া ইউনিয়ন সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ, গুলিশাখালী ইউনিয়ন সভাপতি মো: ভক্ত সহ পাঁচ শতাধিক কর্মী ও সহযোগী ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।