Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মইন উদ্দিন হত্যা মামলায় ৪ জনকে আটকপূর্বক কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (২৮ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলেন,ছাতকের ইসলামপুর ইউনিয়নের শফিকুল ইসলামের পুত্র মোঃ দ্বীন ইসলাম (৩৮), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের উকিল আলী'র পুত্র মোঃ আলিম উদ্দিন (৪০),নাছিমপুর গ্রামের কলমদর আলী'র পুত্র হেলাল আহমদ (৩৫).দৌলতপুর গ্রামের মৃত মিয়াজান আলী'র পুত্র জালাল উদ্দিন (৪৫)।
এর আগে, চলতি বছরের গত ২৮ এপ্রিল (রবিবার) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিব'র পুত্র মইনউদ্দিন (৫৫)সহ কয়েকজন ব্যক্তির মোবাইল কলের তাগিদে রাত ১২ টার দিকে পাশবর্তী নাছিমপুর এলাকায় যায়। ওইরাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন মইন উদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়।
এর দু'দিন পর মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চেলানদী হতে মইনউদ্দিনের মৃত দেহ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
উদ্ধারকৃত লাশ সুনামগঞ্জে ময়না তদন্তের পর দাফন করা হলেও মৃত্যুর কারন জানা যায়নি। এই ঘটনার পরের দিন কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মইনউদ্দিন'র ভাই নাছির উদ্দীন (৩৫)।
এতে দীর্ঘ আইনী লড়াইয়ের পর সোমবার (২৮ অক্টোবর) ওই মামলায় অভিযুক্তরা সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।