lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-03T17:53:42Z
ব্রেকিং নিউজ

নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নি'হত শাওনের মামলার বাদীকে অপহরণ !

Advertisement

 


ধাওয়া-পাল্টা ধাওয়া , সাংবাদিক আইনজীবী ছাত্র সহ  আহত- ৭ , চেয়ার টেবিল ভাংচুর 


 হাজী জাহিদ:

গত ২ সেপ্টেম্বর ২০০৪ ইং রোজ বুধবার নরসিংদী আওয়ামী পন্থী আইনজীবী সমিতিতে শাওন হ'ত্যার বাঁদীকে অপহরণ করে নিয়ে যান শাওন হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা ও ষড়যন্ত্রকারী আইনজীবী সমিতির সদস্য মাসুদ গং।

 এ বিষয়ে আইনজীবী সমিতিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক ও ছাত্র নেতাদেরকে পিটিয়ে র'ক্তাক্ত  জখম করেন আইনজীবী মাসুদ ও তার সাঙ্গপাঙ্গরা। খোঁজ নিয়ে জানা যায় , আইনজীবী মাসুদ বর্তমান সভাপতি কাজি নাজমুলের সহোদর ভাই। সাংবাদিকরা সংঘঠিত ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এবং ছবি উঠাতে গেলে আইনজীবী মাসুদ ও তার সহযোগীরা সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রনেতা এবং সাংবাদিকদের উপর হামলা করায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উকিল , সাংবাদিক , ছাত্রনেতা সহ আহত হয়েছেন ৭ জন এবং  চেয়ার টেবিল ভাংচুর হয়েছে। অপরদিকে মুচলেকা নেওয়া ফাইল ছাত্র নেতারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ভুক্তভোগী সাংবাদিকরা ক্যামেরা ও মোবাইল ফেরৎ পাবার দাবি জানিয়েছেন এবং এ অযাচিত ঘটনার বিচার দাবি করেছেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি'র আহবায়ক খায়রুল কবির খোকনকে জানানো হয়েছে। গুঞ্জন উঠেছে ইতিপূর্বে একটি কুচক্রী মহলের প্ররোচনায়  রাজনৈতিক ব্যাক্তি , শিল্পপতি , সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তাদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ উত্থাপন করেন। নরসিংদীতে একাধিক মিথ্যা মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র এখানে জড়িত এডভোকেট , সাংবাদিক , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ ব্যাপারে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  মামলা ও অর্থ বাণিজ্যের ঘটনা একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন শাওন হ'ত্যার বাদী অলিউল্লাহকে মামলা প্রত্যাহার করার জন্য আইনজীবী সমিতির সভাপতি কাজি নাজমুলের রুমে ডেকে আনেন তারা খবর পেয়ে এসে দেখেন নাজমুলের রুমে শাওন হ'ত্যার বাদী অলিউল্লাহ খাবার খাচ্ছে। বাঁদিকে কেন অপহরণ করে তুলে আনা হলো এ প্রশ্ন  উত্থাপন করলে শুরু হয় হামলা , তাদের তিনজন ছাত্র নেতা আহত হয়েছে। তারা আপোষ নামার ফাইল উদ্ধার করেছেন শহীদের রক্তের সাথে বেইমানি করতে দেবেন না। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমকে আইনজীবী সমিতির সভাপতি কাজি নাজমুল জানান , আমাদের উপর হামলা হয়েছে আমরা নিন্দা জানাই। এ ব্যাপারে নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল জানান , সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের সাংবাদিকদের উপর হামলা চালান কিছু আইনজীবী ও কিছু দুষ্কৃতকারী ক্যামেরা মোবাইল ছিনতাই করে নিয়ে যায় আমরা তাদের বিচার চাই। সাংবাদিকরা বর্তমানে নিরাপদ না সঠিক নিউজ করতে গেলে আমাদের উপর হামলা আসে আমরা তাদের বিচার চাই।