lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-31T03:05:28Z
অবিভাবক সমাবেশ

বেলকুচি বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 

আব্দুল আলিম,  সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ৩০শে অক্টোবর বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয় হলরুমে ছাত্র ছাত্রীদের আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে সকল অভিভাবকদের ডেকে এনে কিভাবে পরীক্ষার রেজাল্ট ভাল হবে সে বিষয়ে তাদের সাথে পরামর্শ ও মতবিনিময় করা হয়। এসময় অভিভাবকদের উদ্যেশে বলা হয় আপনার ছেলে মেয়ে লেখাপড়া ফাকি দিয়ে কখন কি করে কোথায় যায় এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এমনকি ছেলে মেয়েরা লেখাপড়া বাদদিয়ে ফোনে গেমস খেলা বা ফেসবুকে টিকটক করা নিয়ে ব্যস্ত না থাকে সেসব বিষয়েও নজর রাখা প্রতিটি অভিভাবকদের কর্তব্য, তবেই ছাত্র ছাত্রীদের কাছে ভাল উপযুক্ত রেজাল্ট আশা করা যাবে। ছাত্র ছাত্রীদের মানসম্মত রেজাল্টের জন্য অভিভাবকদের সচেতনতার গুরুত্ব অপরিসীম।

 

অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ খন্দকার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াগাঁতী কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ কেরামত আলী তালুকদার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, অত্র স্কুলের শিক্ষক শ্রী মানিক সরকার, অনুষ্ঠানে সঞ্চালনা করেন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইদুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজী আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য মজনু আকন্দ, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী, গভর্নিং বডির সদস্য আবু তালেব খাঁ সহ বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক - শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।