lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-29T12:29:14Z
অস্ত্রমাদক

ঈশ্বরদীতে অস্র ও মাদকসহ গ্রেফতার ১

Advertisement


 



স্টাফ রিপোর্টারঃ 

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে। 


মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাহাবুল ওই এলাকার আমির হোসেনের ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুলের শয়নকক্ষের বালিশের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় তার তোষকের নিচ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।