lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-10T11:49:41Z
আইন অপরাধ

মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্যের ভাইয়ের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক -১

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের একটি গুদামে অভিযান চালিয়ে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে রাজনগর থানা পুলিশ কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে অবস্থিত পূবালী ব্যাংকের নিচতলায় আতাউর রহমানের গুদামে এ অভিযান চালায়। ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. মুবাশ্বির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে অবস্থিত আতাউর চেয়ারম্যানের গুদামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গুদামে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান মো. আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’