Advertisement
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আসন্ন দূর্গাপূজার মন্ডপের নিরাপত্তা বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে গাবেরগ্রাম বাজারে বিএনপির কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আহসানউল্লাহ বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম,পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস,মাদারগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, জামালপুর জেলা ছাত্রদল এর সহ-সভাপতি জিল্লুর রহমান জনি প্রমুখ। মাদারগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনুর সঞ্চালনায় এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নান্টু মেম্বার,শাহ আব্দুল্লাহ সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমরান আজিজ সাজু,সুজন খান, সোহেল রানা খান টিটু, উপজেলা যুবদলের সদস্য সোহানুর রহমান সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাহিন বিল্লাহ তাইনসহ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যান্যা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।