lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-07T03:05:50Z
মতবিনিময় সভা

সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

Advertisement


 


বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। রবিবার (৬ অক্টোবর) রাত ৮টায় সালথা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের আগে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ   কে ফুলেল শুভেচছা জানানো হয়।


মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সিনিয়র  সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি রেজাউল করিম, সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, আজিজুর রহমান, মজিবুর রহমান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, শ্রাবণ হাসান, বুলবুল হুসাইন, সদস্য লিয়াকত হুসাইন, মোশাররফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার প্রমুখ। 


মতবিনিময়কালে নবাগত ওসি আতাউর রহমান  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


প্রসঙ্গত, গত ৩০শে সেপ্টেম্বর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা এলাকার গোপালদী তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।