lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-22T10:50:34Z
ধর্মীয় উৎসব

কচুয়ায় দীর্ঘ ৬ বছর পরে নানা আয়োজনে লক্ষীপূজার মেলা অনুষ্ঠিত

Advertisement


 


সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট)প্রতিনিধি: 

কচুয়ায় দীর্ঘ ৬ বছর পরে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নানা আয়োজনে ১০দিন ব্যাপী কচুয়ায় লক্ষীপূজার মেলা অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার থেকে কচুয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় পুতুল নাচের মধ্যে দিয়ে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের সাজসজ্জা,আলোক সজ্জা ও ছোটদের বিনোদনের জন্য রেলগাড়ী-সো,নাগরদোলা,নৌকা-সো সহ বিভিন্ন কসমেটিক পন্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পত্র ও আবহমান বাংলার লোকজ শিল্পের তৈরি পন্যসামগ্রীর স্টল মেলায় স্থান পায়।

এদিকে কচুয়া উপজেলায় মেলাকে কেন্দ্র করে দুই তিন দিন আগে থেকেই দূর দূরান্ত থেকে মাটির তৈরির বিভিন্ন খেলনা পুতুল, মুখোশ সহ বিভিন্ন ধরনের স্টলের প্রসরা সাজিয়ে বসতে শুরু করেছে ব্যাবসায়ীরা।

কচুয়ার হারানো ঐতিহ্য কে ধরে রাখতে কচুয়া বাজার বনিক সমিতির উদ্যাগ কে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। 

এদিকে মেলা কমিটির আহবায়ক মোঃ নাজমুল হক নাদিম বলেন, আমরা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কচুয়া উপজেলা বিএনপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যৎ নতুন আঙ্গিকে আমারা বিভিন্ন ধরনের হারানোর ঐতিহ্য সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড সরদার জাহিদের নেতৃত্বে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে কচুয়া বাজারের কোল ঘেষে বলেশ্বর নদীতে নৌকা বাইচও হওয়ার কথা রয়েছে।