lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-13T12:29:45Z
রাজনীতি

শ্রীমঙ্গলে বিএনপি নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অভিযোগ একই দলের নেতার

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অরাজনৈতিক সুলভ আচরণ এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অভিযোগ উত্থাপন করেছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া মধু। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ডাকবাংলো পুকুর পাড়স্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মহসিন মিয়া মধু বলেন, ‘গত শনিবার (১২ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের দুর্গা মন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, ৮ নম্বর কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এবং ৯ নম্বর সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানকে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতংক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। শহীদ জিয়ার হাত ধরে দলটিতে এ দেশের সকল ধর্ম-বর্ণ ও পেশার মানুষের সমাগম ঘটেছে। এ দলের একজন নেতা হয়ে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর এ ধরণের হুমকি জাতীয়তাবাদী চেতনার পরিপন্থী।’ 

তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশ ও পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। এ অবস্থার মাঝে হাজী মুজিবের এ ধরণের হুমকির কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আমার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজী মুজিবের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং হাজী মুজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।’ 

মহসিন মিয়া মধু হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্থ্য করে বলেন, ‘শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির জায়গা। এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হস্তে প্রতিহত করতে আমরা বদ্ধ পরিকর।’

এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কল করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।