Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু সাঈদ, বোদার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহরিয়ার নজির ও দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ তুরাব হোসেন তাঁর সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এবার পঞ্চগড় জেলার ২৯৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপসমূহে সিসি ক্যামেরা, আনসার সদস্য ও গ্রামপুলিশ ছাড়াও মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকসহ কয়েক ধরনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।