lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-08T10:53:01Z
মতবিনিময় সভা

গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

Advertisement


 

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: 

পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সাথে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, (বিপিএম, পিএসসি), সহকারী কমিশনার (ভূমি) মো.নাসিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.ছত্তার হাওলাদার, উপজেলা জামায়াতের আমীর ডা: মাওলানা মো. জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক মো.হাফিজুর রহমান প্রমুখ। এসময় মতবিনিময় সভায় বণিক সমিতি, বিভিন্ন পেশাজীবী,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সহ সকল শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে কথা বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানান। 

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা উপজেলায় নিহত ৬ জনের  পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।