lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-12T06:07:17Z
প্রশিক্ষণ

পাবনায় আধুনিক উদ্যোক্তা তৈরীর নিমিত্তে অনলাইন প্লাটফর্ম বিষয়ক সেশন অনুষ্ঠিত

Advertisement


 

আব্দুল কাইয়ুম তমাল,পাবনা:

পাবনা চলমান উদ্যোক্তা ফ্যাশন ও খাদ্য মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের অফ লইন থেকে অনলাইন প্লাটফর্মে কৌশল বিষয়ক সেশন  অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১১অক্টোবর) সকল ১১টয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল (স্বাধীনতা চত্বরে) স্মার্ট রাজশাহী ডটকমের উদ্যোগে ঘন্টাব্যাপী এ সেশনটি পরিচালনায়   ছিলেন ডিজিব্রো এজেন্সি  ডিজিটাল- ওয়েব ডেভলপমেনট এজে এর এর চি্ফ টেকনিক্যাল আফিসার (সিটিও)  সৌরভ চৌধুরী, উদ্যোক্তা মেলার সদস্য সচিব ফারজানা, শিশির ইসলাম, কৃষি উদ্যোক্তা আনয়ার,আকাশ,শান্ত সহ এ সময় মেলায় আংগ্রহনকারী ২৫ জন উদ্যোক্তা সেশনটিতে অংশ নেন।