Advertisement
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়া সোমবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদে ১৫ টি পূজা মন্ডপে পূজা মন্ডপের সভাপতির হাতে ১৫টি সিসি ক্যামেরা তুলে দেন। ওই ১৫ টি সিসি ক্যামেরা পূজা মন্ডপে স্থাপন করা হবে। এছাড়া ওই ইউনিয়নের ৫ জন সনাতন ধর্মাবলম্বী গ্রাম পুলিশকে পূজা উপলক্ষে নতুন পোশাক প্রদান করেন। ইউনিয়নের মুসলিম গ্রাম পুলিশদের গত ঈদে নতুন কাপড় দিয়েছিলেন চেয়ারম্যান।
চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত টাকা দিয়ে ক্যামেরা ও পোশাক কিনে দেন।এ বছর রুপপাত ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ক্যামেরা ও নতুন পোশাক দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সেনাবাহিনী অফিসার, ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া, ডহননগর পুলিশ ময়নাতদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর শরীফ, ইউপি সদস্য জাফর ফকির প্রমুখ।