lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T05:41:38Z
সড়ক দুর্ঘটনা

শার্শায় ট্রাকের চাপায় শ্রমিক নিহত

Advertisement


 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ট্রাকের চাপায় কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। 


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।


নিহত কামাল হোসেন বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুল সালামের ছেলে।সে শার্শার আফিল জুট এ্যান্ড উইভিং মিলস এ কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো স্ত্রীকে নিয়ে মিলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন শার্শায় আফিল জুটমিলের কর্মচারী কামাল হোসেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ ও শার্শা থানা-পুলিশ ঘটনাস্থল এসে তাঁকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজামান রোকন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।