lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T11:32:27Z
শিক্ষা

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Advertisement


 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল রাতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে একটি র্পূণাঙ্গ কমিটি প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। কমিটিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন সজলকে সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবলী নোমানকে সাধারণ সম্পাদক ও রাকিব হাসান রাহাতকে সাংগঠনিক সম্পাদক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিতু সাহাকে দপ্তর সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব শীলকে কোষাধ্যক্ষ করা হয়। 

এ বিষয়ে কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল জানান, গত ২০২১ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির প্রথম যাত্রা শুরু করা হয়। মহামারি করোনা ভাইরাসে টিকা প্রদান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার বিষয়ে ধারণা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তাও করা হয়েছে। এছাড়াও ধামইরহাটের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, আসন্ন শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আবাবিল জানান, আগামিতে অসহায় দুস্থ পরিবারের পাশে দাড়ানোসহ নানান কার্যক্রম পালন করাসহ এলাকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠনটি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলোর মশাল বাহক হিসেবে সংগঠনটি এগিয়ে চলুক।