lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-12T12:26:39Z
জাতীয়

শ্রীমঙ্গলে লোকালয় থেকে আইইউসিএন’র লাল তালিকাভুক্ত ‘রেসাস বানর’ উদ্ধার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের রামনগর মণিপুরী পাড়া এলাকা থেকে একটি ‘রেসাস বানর’ বা ‘লাল বানর’ উদ্ধার করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ওই এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী শিমুল তরফদারের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেসাস বানর বা লাল বানর আন্তর্জাতিক প্রকৃৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে অন্তর্ভুক্ত।

গণমাধ্যমকর্মী শিমুল তরফদার বলেন, ‘উদ্ধারকৃত বানরটি প্রায় ২-৩ মাস ধরে এলাকায় ঘুরাফেরা করছিল। প্রায়ই বানরটি মানুষের ঘরবাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ক্ষতি করে আসছিল। আমরা এ বানরটিকে নিয়ে অনেক আতংকগ্রস্থ ছিলাম। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে বানরটি আমাদের বাড়িতে প্রবেশ করলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে খবর দেই। খবর পেয়ে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি উদ্ধার করে নিয়ে যায়।’ 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘বানররা সাধারণত দলবেধে থাকে। এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে বানরটি লোকালয়ে এসেছে বলে আমাদের ধারণা।’ 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘উদ্ধারকৃত বানরটি রেসাস বানর বা লাল বানর প্রজাতির। এটি আইইউসিএনের লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্থ হিসেবে অন্তর্ভুক্ত। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। বানরটি সম্পূর্ণ সুস্থ্য থাকায় আমরা উদ্ধারের পরপরই এটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।’