Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা::
গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলোর পেছনে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ এবং পরিবেশের ক্ষতি করে গাছ কাটার অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ শেষে ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১১ নভেম্বর সোমবার সকালে শতবর্ষী পুকুর নাগরিক রক্ষা নাগরিক আন্দোলন এর আয়োজনে পৌর শহরের গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ জেলা পরিষদের দোকান মালিক ও কর্মচারীরা এই প্রতিবাদী সমাবেশ অংশ নেন।
এ সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবু, কমিউনিস্ট পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, জেলা কমিটির আহ্বায়ক সবুজ মিয়া,এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, মিনারা বেগম, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, মৃণাল কান্তি বর্মন, আহসান হাবিব, জুলফিকার সরকার লেনিন, মোস্তাফিজুর রহমান বাবলু, কাজী আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা। সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।