lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-13T13:45:46Z
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে ৩ পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

Advertisement


 

মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত সুনীল বল্লব কলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং মুহিদুল ইসলাম ও মোহাম্মদ হাকিম পৌরসভার বাসিন্দা। সুনীল বল্লবকে এক মাসের, মুহিদুল ইসলাম ও মোহাম্মদ হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, সোমবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি বটতলার বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে পাখি ক্রেতা সেজে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেখানে উপস্থিত হয়ে হাতে-নাতে তাদের ধরে ফেলে।


এ সময় সেখান থেকে ৪০টি পাখি ও পাখি ধরার ফাঁদের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে আদালত সুনীল বল্লবকে এক মাসের, মুহিদুল ইসলাম ও মোহাম্মদ হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


পরে বিচারক অবশিষ্ট পাখিগুলোকে আকাশে উড়িয়ে অবমুক্ত করেন। পাশাপাশি শিকারে নিহত পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অতিথি পাখি আমাদের উপকারী প্রাণী। বিশেষ করে পরিবেশ রক্ষার ক্ষেত্রে পাখির বড় ভূমিকা রয়েছে। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি ১ লাখ টাকা জরিমানা, ১ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও মৌসুমী পাখি শিকারিদের পাখি শিকার থামছে না। শীত এলেই এক শ্রেণীর অসাধু মানুষ হত্যা করছে এই পরিবেশ বান্ধব পাখিগুলোকে। পাখি রক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করছে। 


এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, গোপালগঞ্জ জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক, এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এই অভিযানের পাশাপাশি উক্ত টিম সাদুল্লাপুরের নিকটস্থ ৩ টি বিলের প্রায় ২০ বিঘা জমিতে বিস্তৃত অতিথি পাখি ধরার ফাদ ও জাল কেটে নষ্ট করে দেন।