lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-07T08:45:11Z
আইন ও অপরাধ

মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আটক দুই

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে আমদানিকৃত বিপুল পরিমাণ ওষুধসহ দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হামরকোনা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় ওষুধ জব্দ ও দুইজনকে আটক করে। আটককৃত মাহতাব উদ্দিন (২৪) ও কুতুব উদ্দিন (২১) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, সিলেট থেকে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য মৌলভীবাজারে আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপ-পরিদর্শক (এসআই) আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার হামরকোনা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশী করে। তল্লাশীকালে ওই কাভার্ড ভ্যানের ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। ওই কার্টুন ও প্লাস্টিকের বস্তায় মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ পাওয়া যায়। ডিবি পুলিশ গাড়িতে থাকা মাহতাব উদ্দিন ও কুতুব উদ্দিনকে আটক এবং ভারতীয় ওষুধসহ চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করে। 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আটককৃৃত দুই ব্যক্তি জব্দকৃত ভারতীয় ওষুদের কোন কাগজপত্র দেখাতে পারেনি। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ভারতীয় সীমান্ত থেকে চোরাইপথে আসা এসব ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার জেলা সদরে নিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’