lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-05T13:35:50Z
মতবিনিময় সভা

বাঘায় নবাগত ইউএনও'র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 


 বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার(৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা শিক্ষার মান উন্নয়ন  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) সাবিহা আক্তার  ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম একাডেমিক সুপারভাইজার মাহামুদুর রহমান, উপস্থিত ছিলেন.বাউসা ভোকেশনাল কলেজের অধ‍্যক্ষ রেজাউল করিম, বাঘা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,কালিদাসখালী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রথীন্দ্রনাথ রবি,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আটঘড়ি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনি,অমরপর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক  রেজাউল ইসলাম তেথুলিয়া উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, তেথুলিয়া বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোলেনা বেগম প্রমূখ।

শিক্ষকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন এবং বলেন শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতি কম হচ্ছে। এতে অভিভাবকদের সচেতন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের বলেন- শিক্ষার্থীদের মন অনেক নরম, ওরা ছোট মানুষ, ওরা অবুঝ, ওদের আদর করতে হবে। ওদের সাথে মিশতে হবে,বুঝাতে হবে।বাল‍্যবিবাহ রোধে শিক্ষকদের ভুমিকা অপরিশীম।মোবাইল আশক্তি থেকে শিক্ষার্থীদের মধ‍্যে কাউন্সিলিং করতে হবে। শিক্ষকদের প্রচুর বই পড়ে নিজেকে তৈরী করতে হবে।