Advertisement
মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে সিএনজি চালক উজ্জ্বলকে হত্যা ও সিএনজি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত সিএনজি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারগাছ গ্রামের মোঃ জাকির মিয়ার পুত্র মোঃ টিপু(২৫), নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল গ্রামের মৃত আলমগীরের পুত্র মোঃ বাবুল ওরফে পাঠা বাবুল(৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারগাছ গ্রামের মোঃ মোশারফ হোসেন। হত্যাকান্ডে জড়িত তিন আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল সম্পর্কে আজ ১৩ নভেম্বর দুপুরে মাধবদী থানায় এক প্রেস রিলিজ করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন, তদন্ত ওসি গোবিন্দ সরকার, ওসি অপারেশন এনামুল হক শিমুল।
প্রেস রিলিজে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন বলেন সিএনজি চালক উজ্জ্বল মিয়ার হত্যা কান্ড, লাশ গুম ও সি এন জি নিয়ে যাওয়া সংক্রান্তে চাঞ্চল্যকর মামলাটি নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ হান্নান স্যার এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার সেকেন্দার হোসেন মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মূল রহস্য উদঘাটন সহ মামলার ঘটনার সহিত জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া সিএনজি গাড়ী উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত চাঞ্চল্যকর হত্যা, লাশ গুম ও সিএনজি নিয়ে যাওয়া মামলার মূল রহস্য উদঘাটন, জড়িত মূল আসামী ১। মোঃ টিপু (২৫) ২। মোঃ বাবুল পাঠা বাবুল (৩৫) কে ১২/১১/২০২৪ তারিখ রাতে গ্রেফতার করেন। তাহাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা অত্র হত্যা কান্ডের সহিত জড়িত। তাহারা অত্র হত্যা কান্ড সংঘঠিত করিয়া নরসিংদী জেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউয়নের বালুসাইর সাকিনে এলপিজি গ্যাস ফিল্ডের উত্তর পার্শ্বে ১০০ গজ দূরে পাকা সড়কের ঢালে সি এন জি ড্রাইভার উজ্জ্বল মিয়ার লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে সিএনজি গাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন মোঃ মোশারফ হোসেন এর কাছে নগদ ৫০,০০০/- টাকায় বিক্রি করিয়া নিজেরা ভাগ করে নেয়। মামলার তদন্তকারী অফিসার সেকেন্দার হোসেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন চারগাছ এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ মোশারফ হোসেন (৩৮), পিতা- মোবারক হোসেনকে ইং-১৩/১১/২০২৪ তারিখ ভোরে গ্রেফতার করে আসামী মোশারফ হোসেন এর বসত বাড়ী হতে। সিএনজি ড্রাইভার উজ্জ্বল মিয়া ভাড়ায় চালিত একটি তিন চাকা বিশিষ্ট সি এন জি গ্যাস চালিত গাড়ী এবং সি এন জি বিক্রির ৫০,০০০/- টাকার মধ্যে নগদ ১০,০০০/- টাকা আসামী টিপুর নিকট হইতে উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে।
সি এন জি চালক মৃত উজ্জ্বল মিয়ার স্ত্রী জাহানারা অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের বিরুদ্ধে তার স্বামীকে হত্যা, লাশ গুম করে সি এন জি নিয়ে যাওয়া সংক্রান্তে গত ইং ১১/১১/২০২৪ তারিখ লিখিত অভিযোগ মাধবদী থানায় দাখিল করে। উক্ত অভিযোগের ভিত্তিতে মাধবদী থানার মামলা নং- ৯ তারিখঃ ১১/১১/২০২৪ ধারা- ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার তদন্তভার এস আই (নিঃ) সেকেন্দার হোসেনের উপর অর্পণ করা হয়।