lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-06T13:24:55Z
জাতীয়

পাবনা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশদের দীর্ঘ কর্মবিরতি: ভোগান্তিতে জনসাধারণ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

চাকুরির জাতীয়করণের এক দফা দাবিতে দীর্ঘ ২০ দিনেরও বেশি সময় ধরে  কর্মবিরতি পালন করছে  পাবনা সদর সাব-রেজিস্টার অফিসের নকলবিশরা। 


বাংলাদেশ এক্সট্রা - মোহরার (নকল নবিশ)  অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে গত ১৪ই অক্টোবর থেকে পাবনার সদর সাব রেজিস্টারের  কার্যালয়ের ৭৬ জন নকল নবিশ কর্মবিরতিতে রয়েছেন।


এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে দলিলের নকল তুলতে আসা সাধারণ মানুষ। জমির দলিলের নকল না পাওয়ায় বিঘ্নিত হচ্ছে জমির খারিজের কার্যক্রম। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সেবা প্রত্যাশীরা।

 

 এ বিষয়ে পাবনা সদর সাব রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলীর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি। তবে পাবনা সদর -সাব রেজিস্টার অফিসের পেশকার মোহাম্মদ দিলবর বলেন এটা জেলা রেজিস্টার ও সাব রেজিস্টার স্যার'রা জানেন।