lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T09:52:15Z
ব্রেকিং নিউজ

আটোয়ারীতে দূর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

Advertisement


 


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নানা অনিয়ম, দূর্নীতি, ঘুষ বানিজ্য ও অফিসিয়াল বিভিন্ন কাগজপত্র জাল তৈরির অভিযোগে উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের এমপিও সাময়িকভাবে  স্থগিত করা হয়েছে। 


গত (৩১ অক্টোবর) অনলাইন এমপিও কপির বরাতে এ তথ্য পাওয়া যায়। জানা যায়, চলতি বছরের ১ অক্টোবর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক ইমন আমির আব্দুল মতিন সরকারকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে গত ৫ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া দেওয়ার জন্য বলা হয়। 


নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছররের ৯ আগষ্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য, ঘুষ, জাল কাগজপত্র তৈরি, অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। মর্মে কেন আপনার বেতন-ভাতা, এমপিও সহ ইনডেক্স বাতিল করা হবেনা। 


এনিয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 


আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ওই অধ্যক্ষের এমপিও স্থগিতের বিষয়টি বাংলাদেশ প্রকাশ'কে নিশ্চিত করেছেন। 


উল্লেখ্য যে, গত বছরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম করে কাগজপত্র জালিয়াতি মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমোদন, নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা আত্মসাৎ, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।